কবিতা

কবিতা- ‘দ্বে-শ’

দ্বে-শ
-সঙ্কর্ষণ

 

 

তুমি তো কেবলই চোখে যেচে প’ড়ে বেঁধে রাখো কালো
অথচ অরুণজ্যোতি মূর্ত আঁধার জুড়ে ভ’রে দিতে আলো
জেগে থাকে… শুনেও সে চিল চিৎকার
বজ্রমুষ্টে ধ’রে পাল্লা অসার;
পরনে কাপড় দাও, এইটুকু ঢেকে আমি দূরে চ’লে যাবো।

ও’পারে যাচঞা ত্রাণ
দু’হাতে জ’ড়িয়ে যারা হাসিমুখে দিলো তাতে ফেলে
বিনা দোষে জেনেশুনে মাটি নিলো আরো কতো ছেলে,
ছিলো যে আমার চোখে অন্যায়কারী…
সেসবও কথার কথা; তোমার ও আঁচলই নাকি
দিনশেষে আমাদের বাড়ি, আমি কী বিষয় পাল্টাবো?

পিছিয়ে যাওয়ার আগে নির্মম থ্যাঁতলানো ঘাসে
এক মা নীরবে কাঁদে অন্যে বিলাপে ভেসে আসে।
তার চেয়ে এসো নিয়তি আলোতে ধাঁধিয়ে দিতে চোখ…

এ বোবা রাষ্ট্রে সবই জিভ ছিঁড়ে অজর, অশোক।

Loading

Leave A Comment

You cannot copy content of this page