Site icon আলাপী মন

শুভকামনা আগামীর

শুভকামনা আগামীর

রীণা চ্যাটার্জী

ফিরে দেখার দ্বিতীয় বর্ষ, পথ চলার দ্বিতীয় বর্ষ। “আলাপী মন” ওয়েব ম্যাগাজিনের দ্বিতীয় বর্ষ‌। 

দায়িত্ব, দায়বদ্ধতা নিয়ে কলম যখন কথা বলে স্পর্ধায়, আঁচড়ে ভরিয়ে তোলে খাতার পাতা- মনের কথা প্রকাশ পায় অবলীলায়। তখন অভিজ্ঞতা, আবেগ, আবেদন, নিবেদন, ব্যথা সব বাঙ্ময় হয়ে ওঠে কলমের স্পর্শে। আর স্পর্ধা-স্পর্শ সব কিছুর অন্তরালে থাকে দৃষ্টি- চেতনার উন্মেষে চোখ মেলে চাওয়া। কবিগুরুর কথায়, “আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাইনি… বাহির‌ পানে চোখ মেলেছি, হৃদয় মাঝে চাই নি..” ভীষণভাবে আলোড়িত করে যায় গুরুদেবের বলে যাওয়া এই জীবনবোধ। সত্যিই তো ‘হৃদয় মাঝে চাইলে’ই চেতনার উন্মেষ- নিজেকে চেনা, সমাজকে জানা পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা- সবকিছুই সহজ হয়ে যায়। সাহিত্যিক্যের সাহিত্য সৃষ্টির হাত ধরে সমাজের লয়-ক্ষয়, পরিবর্তন, প্রতিবাদ, প্রতিশোধ, সময়ের সরণী মাঝে রেখে যাওয়া প্রতিলিপি। আজকের সাহিত্য সম্ভার ভবিষ্যত দিনে অতীতের সামাজিক দর্পণ। 

“প্রতিশ্রুতি”র দৃঢ়তায় “বোধন”এর শুভ বোধে আলাপী মন এগিয়ে চলেছে। পূর্বসূরীদের সহযোগীতা, আশ্বাসের সাথে উত্তরসূরীদের ভালোবাসার হাত ধরে। খুব মনে পড়ে প্রথম দিনের পথ চলার কথা। দুই থেকে দশ স্বজনসাথী নিয়ে আমাদের যাত্রা শুরু। বিমুখ করেন নি আমরা নতুন বলে। সমৃদ্ধ করেছেন আমাদের প্রিয়, শ্রদ্ধেয় সাহিত্যিকরা তাঁদের নিত্যদিনের অভিজ্ঞতার হাত ধরে। আজ তাঁদের কেউ কেউ আমাদের সাথে আছেন, “আলাপী মন”এর পথ চলার নিত্য সঙ্গী হয়ে। কেউ কেউ সাথে নেই, হাত ছেড়েছেন অবহেলায় বা ব্যস্ততায়- সবাকার কলমের শ্রীবৃদ্ধি কামনা করি বিনম্র শ্রদ্ধায়।

বসন্ত দোরগোড়ায়- আবীরের রঙীন, বন-পলাশের আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা “আলাপী মন- সাহিত্যের আঙিনা”র পক্ষ থেকে। আশায়, ভালোবাসায়, আশীষে শুভ হোক আগামী..

Exit mobile version