কবিতা- এক বিভ্রান্ত সময়ে বেঁচে আছি

এক বিভ্রান্ত সময়ে বেঁচে আছি
-নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

যখন অদ্যকে অগ্রাহ্য করে বয়স্ক হৃদয়
ডুবে যেতে চায় আঠারোর সুগন্ধি হাস্নুহানায়
সুনীল আকাশে সহসা মেঘেদের ডাক।আমি হতবাক।
জানি,এ এক বিভ্রান্ত সময়
কখনো মনে হয় গ্রহণ লেগেছে চাঁদে।পৃথিবীর ছাদে।
কখনো মরীচিকা মনে হয় সব।অথবা জান্তব
উল্লাসে ছিন্ন করে শৃঙ্খলার পাশ–কিছু দলদাস।
দড়ি ছেঁড়া গোরুদের মতো অসংযত
মানুষের নিষ্ঠুর আঘাতে বৃন্তচ্যুত জ্যোৎস্না
বকুল ফুলের মতো ঝরে পড়ে।থরে বিথরে।
কখনো মনে হয় জ্যোৎস্না নয়, রোদও নয়
বৃন্তচ্যুত হয় আমাদের নিরালম্ব বিভ্রান্ত সময়।

প্রভু,আমি পাশবিক স্বৈরাচারকে নিয়তি মেনেছি
আমি বিবেককে ঘুম পাড়িয়ে
আত্মতৃপ্ত হয়ে এই বিভ্রান্ত সময়ে বেঁচে আছি।

Loading

Leave A Comment