যদি বসন্ত আসে
-অতীশ দীপঙ্কর
কোথাও কোন উজ্জ্বল আলোড়ন নেই
বড়ই ফিকে আমার সুতি ঘরে কবিতা,
নদীর গভীরে আমার হৃদয় পড়ে আছে
রক্ত-ঘামে সংগ্রামী-প্রেম পাটেপাটে আঁকা।
বড়ই স্থবির জীবন্ত খনিজ গর্ভ
বসন্তের প্রস্ফুটিত মুকুলে চাই তোমার স্পর্শ।
আমার লহু মজ্জায় জ্বলে উঠুক
হাড়ের সমিধে তোমার ছোঁয়া,
পলাশের বনে সোহাগী বসন্তের লগন
নীল সমুদ্র ঝিনুকে আমার মন রাখা।।