কবিতা- রোজ ডে

রোজ ডে

-বিকাশ দাস

 

 

গোলাপ ভালোবাসার চিহ্ন
যে রঙেরই হোক না কেন
সুখের সূর্যোদয় তার সমস্ত পাতা
দুঃখ বেদনা হৃদয়ের গভীর যেন
ভালোবাসার শাশ্বতখোলা সরলতা।
শুকনো প্রাণের শ্বাস
সুগন্ধ ঘ্রাণের বিশ্বাস
নিশ্চুপ ছোঁয়ার আশ্বাস
বিজ্ঞানের পাতায় যত্নে রাখা।
বেঁচে থাকার ওষুধ স্বপ্নে মাখা।
ঊহ্য শীত শিশিরের ভোরে
রোদের আঁচের নিবিড় ধরে
রঙের কোমলতা আগলে রাখার স্মৃতি।
অনন্তকাল জীবনের উঠোন-ঘরে
মৃত্যু-কোষে বুকভরা ভালোবাসা প্রীতি।

Loading

Leave A Comment