Site icon আলাপী মন

কবিতা- শ্যাওলা

শ্যাওলা
-অনির্বাণ মন্ডল

 

 

তোমার দু’টো চোখের গভীর দৃষ্টির ভাঁজে ভাঁজে
লুকিয়ে আছে কান্না;
আর কান্নার জলের মধ্যে
জমেছে শ্যাওলা।

তোমার দু’টো ঠোঁটের খাঁজে খাঁজে
লুকিয়ে আছে চুম্বন;
আর চুম্বনের স্বাদের মধ্যে
জমেছে শ্যাওলা।

তোমার শরীরের প্রতিটি লোমকূপে
লুকিয়ে আছে কামরস;
আর কামরসের ঝাঁঝালো তীব্রতায়
জমেছে শ্যাওলা।

শ্যাওলা জমেছে দেশপ্রিয় পার্কে,
শ্যাওলা জমেছে বিডন স্ট্রীটে,
শ্যাওলা জমেছে মৌলালিতে,
শ্যাওলা জমেছে দুপুরের বজবজ লোকালে,
শ্যাওলা জমেছে দক্ষিণ মেরুর গলে যাওয়া বরফে,
শ্যাওলা জমেছে সম্রাট অশোকের তলোয়ারে,
শ্যাওলা জমেছে গৌতম বুদ্ধের মুখ চাপা হাসিতে,
শ্যাওলা জমেছে আবেগী তরুনীর খোলামেলা ভালোবাসাতে,
শ্যাওলা জমেছে মিছিলে আর পাল্টা মিছিলে,
শ্যাওলা জমেছে ছিঁড়ে যাওয়া হনুমান টুপিতে,
শ্যাওলা জমেছে পৃথিবীর উত্তরায়ণ আর দক্ষিণায়নে,
শ্যাওলা জমেছে তিস্তা নদীর জলস্রোতে,
শ্যাওলা জমেছে আফ্রিকার সিংহের মুখে,
শ্যাওলা জমেছে তিব্বতের নরম ঘাসে,
শ্যাওলা জমেছে ভারকানায়স্কের বসন্ততে,
শ্যাওলা জমেছে তাইহোকুর দুর্ঘটনাতে,
শ্যাওলা জমেছে নিষিদ্ধ পল্লীর বিছানাতে,
শ্যাওলা জমেছে ব্রাজিলের কফি ক্ষেতে,
শ্যাওলা জমেছে বিকেল বেলার চায়ের কাপে,
শ্যাওলা জমেছে পাড়ার বৌদির ইশারাতে,
শ্যাওলা জমেছে একলা বাউলের একতারাতে,
শ্যাওলা জমেছে প্রথম সকালের খেঁজুর রসে,
শ্যাওলা জমেছে শিশির ভেজা কলমি শাকে,
শ্যাওলা জমেছে ডাইনোসরের জীবাশ্মতে;

আর নিভৃত কবির কবিতাতে;
আসলে শ্যাওলা জমেছে
তোমার আমার শিরদাঁড়াতে!

Exit mobile version