কবিতা- বিভাজন

বিভাজন
-সুজিত চট্টোপাধ্যায়

 

ফুল এনেছিস, পুজোর ফুল?
একিরে.. এতো সজনে ফুল!
হায়রে… সব ফুলে পুজো হয়না চাঁদু,
হাঁদাই রয়ে গেলি বরাবর..
এইতে চচ্চড়ি খাসা,  কিংবা বড়া
নিয়ম.. সংস্কার;
ফুলেরও জাত বিচার হয়রে, বোকারাম।

গঙ্গাজল এনেছিস, পুজোর গঙ্গাজল?
একিরে… এতো নল বেয়ে আসা গঙ্গাজল!
হায়রে… ভোঁদাই গঙ্গারাম,
নলের মধ্যে গঙ্গা পবিত্রতা হারায়…
তাও জানিস না?
নিয়ম.. সংস্কার;
গঙ্গারও জাত বিচার হয়রে, বোকারাম।

পুরোহিত এনেছিস, পুজো করবে যে?
একিরে… এতো অব্রাহ্মণ!
হায়রে অর্বাচীন বোকার হদ্দ,
ব্রাহ্মণ ছাড়া পুজো প্রাণ পায়না
তাও জানিস না হতভাগা?
নিয়ম… সংস্কার;
মানুষেরও বিভাজন হয়রে, বোকারাম।

ফুল, জল, মানুষ তো ঈশ্বরের সৃষ্টি গো..
তাঁর বেদীতে ফাটল ধরায়, হায়
কোন সে আহাম্মক গো?

Loading

2 thoughts on “কবিতা- বিভাজন

  1. আলাপী মন এর সকল শুভানুধ্যায়ী বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালবাসা

  2. ভালো থাকুন, লিখুন, আমাদের মনের বন্ধ দরজা গুলো উন্মুক্ত করুন…

Leave A Comment