Site icon আলাপী মন

পথের সাথী

পথের সাথী
– রীণা চ্যাটার্জী

কিছু কথা বলার ছিল কানে কানে
বলার ছিল পাশে থেকে গানে গানে..
সুরগুলো সব হারিয়ে গেছে অস্তরাগে
হয়নি বলা, ঝাপসা চোখে আবছা লাগে।

মেঘ জমেছে অজান্তেই মনের কোণে
অশ্রুকণা পৃথক হবার প্রহর গোনে
ফুল ফোটেনি, অবহেলার ব্যর্থ দহে
মোম জ্বলেনি, একলা মনের বিদ্রোহে।

দিনের শেষে রাত’ও আসে দ্ব্যর্থ কায়ায়
পক্ষ কাটে অমানিশির আঁধার মায়ায়
স্বপ্নপূরণ? ফাঁদ পাতা যে চোরাবালির
হারিয়ে যাওয়া অপেক্ষারা দীন ভিখারী।

ভুলতে হবে সকল চাওয়া ভোলার মোহে
ভুলবে তুমি, ভুলবো আমি দূর.. আবহে,
স্মৃতির মালা একলা ছিঁড়ে, একলা গাঁথি
ভ্রমটুকুই হোক আজীবনের পথের সাথী।

Exit mobile version