Site icon আলাপী মন

কবিতা- প্রার্থনা

প্রার্থনা
– পারমিতা ভট্টাচার্য

 

 

হাতে হাত রাখা ভরসাগুলো
হারিয়ে যাচ্ছে একটু একটু করে
কপালে আঁকা ওষ্ঠের ওম সব
গুটানো থাকে স্মৃতির কাঁথা মুড়ে।

জীবনের আসা যাওয়া,এপার ওপার
নিপাট সাজানো ঘর ছেড়ে গুটি গুটি
থেকে যায় শুধু ধরে ডাকা নামের রেশ
আসছে বসন্তে বাতাস ঘুরপাক খাবে একাকী।

নদী দিয়ে বয়ে যাবে যত দুঃখ বিলাস
কালচক্রে মিশে যাবে চেনা হাতের পরশ
ভেজা চোখে ঝাপসা আলোর খেলা
স্মৃতি বুকে চেপে কেটে যাবে কত বরষ।

ধ্যানমুদ্রা ছেড়ে উঠে বসে তখন চেতনা
মৃত্যুর মাঝে বিরাজমান ধ্যানমগ্ন শোক
যারা ওপারের ডাকে ছেড়ে গেলো সব,
যারা এপারে রইলো পড়ে
প্রার্থনা করি,সবাকার মঙ্গল হোক।

Exit mobile version