“প্রেমের আগুন জ্বালায় ফাগুন “
– গৌতম পাঠক
যার জীবনে প্রেম আসে
সেই তো ফাগুন ভালোবাসে।
যার জীবনে আসে না ফাগুন
জ্বলে না মনে আগুন।
গাছে গাছে নতুন পাতা
ফুল ভ্রমরে পাতায় মিতা।
স্বপন জাগে কিশোরী চোখে
ফাগুনের ঐ রঙ মেখে।
একটি ছেলে কিশোর মনে
আঁকে ছবি প্রেমের টানে।
ফুটলে পলাশ খোঁপায় পরে
কতো সুখ প্রাণে ধরে।
রাখাল বা রাজার দুলাল
প্রেমের হাটে সব কাঙাল।
ফুলের টানে অলি আসে
প্রেমের টানে বুক ভাসে।
রাধা কৃষ্ণের যুগল মিলন
ফাগুন আনে ঝুলন।