Site icon আলাপী মন

কবিতা- প্রেম বসন্ত

প্রেম বসন্ত
– অমিতাভ সরকার

 

 

বসন্তের এক আবেগ আছে–
কিনতে পারবে তাকে?
অনুভব রোমাঞ্চ মাখা–
অনুভূতি রয়না ঢেকে।

আবেগ থাকে রঙিন মনে–
হৃদয় উথলে ।
মধ্যদুপুরে সূর্য কঠোর–
ঘাম বিন্দু ফোটে।

উতল হাওয়া শুষ্ক পত্র–
লুটোপুটি মর্মর শব্দ।
শিমুলডাল রক্তবর্ণ–
বাউলের নাচ বাকরুদ্ধ।

রুদ্ধ মনের আগল খুলেছে–
মনের মধ্যে পাল তুলেছে।
কিংশুক বনে প্রেম ডেকেছে–
ভ্রমরের গুনগুনানি তান তুলেছে।

রাধাচূড়া কৃষ্ণচূড়ার ঢলা-ঢলি দেখেছে?
মহুল বাতাসে কান পেতে শোনো।
চন্দ্রমল্লিকা — ডালিয়া দোল দিয়ে যায়–
প্রেমের আবেশ জাল বোনে জেনো।

Exit mobile version