ভালবাসার এক আবেশ
-সুমিত মোদক
তুমি পরী হবে !
রূপকথার এক পরী !
আমার দুটো ডানা আছে ;
তোমায় দিতে পারি ।
সেদিন রাতে তোমাকেও বলেছিলাম
পরী হওয়ার কথা ;
তুমি রাজি হওনি ;
তুমি থাকতে চেয়ে ছিলে বাস্তবের মাটিতে
একেবারে বাস্তববাদী হয়ে ;
তুমি ঠিক জানো না বাস্তব ও পরাবাস্তবের মধ্যে কোন সীমারেখা নেই ;
সবটাই যে আপেক্ষিক ,
রূপান্তর মাত্র ;
তুমি পরী হবে !
রূপকথার এক পরী ;
আমার দুটো ডানা আছে ;
তোমায় দিতে পারি ।
সে রাতেই অনেকেই পরী হতে চেয়ে ছিল ;
হয়েও ছিল ..
কেউ লালপরী , কেউ নীলপরী ,
কেউ বা সোনালী ….
কিন্তু , কেউ সাদাপরী হয়নি !
কেউ আমাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে
মেঘের বুক চিরে
আরেক মেঘের দিকে ;
কেউ আবার আমাকে নিয়ে গিয়েছে
এ পৃথিবী থেকে আরেক পৃথিবীতে ;
সেখানে কেবল মুক্তির আনন্দ ;
আনন্দ আর আনন্দ ;
সুখ আর সুখ …
তুমি পরী হবে !
রূপকথার এক পরী ;
আমার দুটো ডানা আছে ;
তোমায় দিতে পারি ।
আমার আছে রূপকথার এক দেশ ;
আমার আছে তেপান্তরের মাঠ ;
আমার আছে ভালবাসার এক আবেশ ;
আমার আছে জীবনশৈলীর পাঠ ;
তুমি পরী হবে !
রূপকথার এক পরী !
আমার দুটো ডানা আছে ;
তোমায় দিতে পারি ।
যেদিন বাস্তবের কঠিন মাটি তোমাকে আরও কঠিন করে তুলবে ;
কিংবা , নিজেকে ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে
ভাঙনের শেষ প্রান্তে এসে দাঁড়াবে ,
সেরাতে এসো আমার কাছে ;
আমি তোমাকে দুটো ডানা দেবো ,
পরীর ডানা ;
জানি , সেদিন তুমি পরী হবে ;
রূপকথার এক পরী ;
ধবধবে সাদা পরী ;
যে পরী আমাকে নিয়ে যাবে এক অচিনপুরে
নিজের মতো করে ,
আমার মতো করে ;
তুমি পরী হবে-ই ;
রূপকথার এক পরী ;
আমার দুটো ডানা আছে ;
তোমার দিতে-ই পারি ।।