Site icon আলাপী মন

কবিতা- আবার স্বপ্ন

আবার স্বপ্ন
– শিলাবৃষ্টি

 

 

কতো না স্বপ্ন আঁকা ছিল দু’নয়নে,
আল্পনাগুলো ভাষা পেয়েছিল মনে,
গড়ে তুলেছিনু ছোট্ট সুখের গেহ …
তখন ভাবিনি ভাঙবে সে ঘর কেহ !

নিজ করে এক পুষ্প বাগিচা সেথা,
সৃজন করিনু পরম যত্নে যেথা–
প্রবল ঝড়ের দাপট বুঝিবা ধায়…
তছনছ্ হ’ল মোর স্বপনেরা হায় !

জীবন যখন দিশেহারা অমানিশা,
একলা হেঁটেছি খুঁজেছি পথের দিশা ।
কোন্ আলো আজ আবার খুলিল আঁখি,
মুক্ত আকাশে দেখি এক ছোট পাখি।

দুখ ভুলানিয়া কী সুর তুলিলে প্রাণে !
নতুন আশার কথা কয়েছিলে গানে ।
ঘরহারা মন কেবল পেয়েছে ভয় ,
সে ভয় কেমনে করে নিলে তুমি জয় ।।

Exit mobile version