Site icon আলাপী মন

কবিতা- চকোলেট ডে

চকোলেট ডে
-বিকাশ দাস

 

 

আরও বেশিক্ষণ সময় নিয়ে
কথার অভ্যন্তরে কথা দিয়ে
হাতের ভেতর হাত রেখে অন্ধকার নিংড়ে
জীবনের শেষ অবধি একসঙ্গে চলার প্রতিশ্রুতি নিয়ে
আমাকে আসতে বলো তোমার কাছে…

দৃষ্টির ভাঁজে
ছড়িয়ে ভালোবাসার উদাম আকাশ-প্রকৃতি
স্বাধীন যাপন চকোলেটের প্রশংসা-স্তুতি
যার অন্তঃস্থলে জীবনের অবাধ-অনুভূতি
নরম কোমল স্বাদ; আমোদের অফুরান প্রমাদ।

চকোলেটের এক টুকরো তুমি হাতে তুলে
আমার মুখে এক টুকরো আমি হাতে তুলে
তোমার মুখে
নির্ভীক স্পর্শে ভালোবাসার আবেগের জড়তার গিঁট খুলে।
এক দু’জনের আলিঙ্গন ছুঁয়ে দু’চোখ বুজে ভালোবাসাবাসি
প্রতীক্ষার প্রদীপে ভালোবাসার মনোহর আলোর মুগ্ধকর হাসি
বলতে শুনি ভালো থেকো। হ্যাপি চকোলেট ডে। এবার আসি।

Exit mobile version