তোমাকে দেখেছি
– তাপসী শতপথী পাহাড়ী
তোমাকে দেখেছি নীলচে তারার মাঝে,
তবু,কখনো ভাবিনি আলোক বর্ষ দূর!
নিয়ত তোমার অদৃশ্য ছোঁয়া গুলো,
চেতনায় আজ উপ্ত প্রেমাঙ্কুর।
তোমাকে দেখেছি অতল সাগর তলে,
সোনারে তবুও খুঁজিনি তোমার মন।
নিয়ত পেয়েছি অজস্র ঢেউগুলো,
হৃদয়ের তীর আবেগে ছুঁলে যখন!
তোমাকে দেখেছি দিগন্ত লাল আলোয়,
তবুও পাইনি আগুনের রূপ খুঁজে,
কনে দেখা আলো মায়াবি গায়েতে মেখে,
মুখখানি দেখি রঞ্জিত হয় লাজে।
তোমাকে পেয়েছি ঘন অমানিশা রাতে,
তবুও ভাবিনি কালো মৃত্যুর হাত!
নিদ্রা বিহীন স্বপ্ন দিয়েছি সঁপে,
একসাথে দোঁহে জাগরিত দুই রাত।
ভাল লাগল