কবিতা- হার-জিত

হার-জিত
– শংকর হালদার

 

 

বানানো কথার জালে তুমি জিতে গেলেও
সত্যের আলপথ ধরে আমি হারিনি ।
ক্ষুদ্র বলে তুচ্ছতা নয় কেউ
বাঁকা পথ, পথ-ই হয়ে থাকে
স্বপ্ন মরেনা কখনও …

সবুজ ঘাসে স্বপ্নন আঁকে ভোরের কুয়াশা
আবিরে রাঙানো তোমার ইতিহাস
মৌন ব্রত পালনে রত ,
কচুপত্রের লৌকিক ভদ্রতা তোমাকে আড়াল করলেও …
মানবতার মানদন্ডের শির
আজও শিখর ন্যায় …

তুমি জিতে গেলেও আমিও হারিনি । হালদার

বানানো কথার জালে তুমি জিতে গেলেও
সত্যের আলপথ ধরে আমি হারিনি।
ক্ষুদ্র বলে তুচ্ছতা নয় কেউ
বাঁকা পথ, পথ-ই হয়ে থাকে
স্বপ্ন মরেনা কখনও …

সবুজ ঘাসে স্বপ্নন আঁকে ভোরের কুয়াশা
আবিরে রাঙানো তোমার ইতিহাস
মৌন ব্রত পালনে রত ,
কচুপত্রের লৌকিক ভদ্রতা তোমাকে আড়াল করলেও …
মানবতার মানদন্ডের শির
আজও শিখর ন্যায় …

তুমি জিতে গেলেও আমিও হারিনি ।

Loading

Leave A Comment