Site icon আলাপী মন

প্রবন্ধ- নারী ও সম্পত্তি : অধিকার, দয়া নয়

নারী ও সম্পত্তি : অধিকার, দয়া নয়
– স্বাতী স্যান্যাল

 

 

নারীরা অনেক নির্যাতন (শারীরিক, মানসিক, যৌন, অর্থনৈতিক ) সহ্য করার পরেও শশুর বাড়ী কেন ছাড়তে পারে না?!
তার বড় একটা কারণ, বাপের বাড়িতে ফিরে আসার কোন জায়গা থাকে না। ভাই বা বাবা দয়া করে রাখলে এক কথা , নইলে অধিকার দাবি করলেই ‘লোভী’র তকমা লাগে । আর শ্বশুর বাড়ী ঠিক হলে তো দাবি করাই যাবে না, সে যদি বাবার কোটির ওপরে সম্পত্তি থাকলেও ‘না’। আমার root এ আমার কোনো ঘর থাকবে না কারণ বরের প্রচুর আছে। তারপর সমাজের কিছু নীতিবাগিস নাগরিক আছেন, তারা আবার বলে ‘ওর বরের অনেক আছে, তাই ‘ওর’ না’নিলেও হয়। কিন্তু বিয়েটা যে একটা কন্ট্রাক্ট সেটা বোঝে না, এই নীতিবাগিস রা conditional rights নিয়েই বেশি নাড়া ঘাটা করে । যখন কেউ অনেক সুখ স্বাচ্ছন্দ্য জলাঞ্জলি দিয়ে বা বিয়ে করে শ্বশুর বাড়িতে নিজেকে proof করে বা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে…. কর্ম সূত্রে property করেছে ,তখন তার ‘বেশ আছে’ বলে, জন্মসূত্রের হকের property ও দান করতে হবে। সেটাও আবার restricted দান..
শুধুমাত্র ভাইকে। নিজের ইচ্ছামত নয়, অনাথ আশ্রম নয়, স্বেচ্ছাসেবী সংস্থাই নয়, শুধু “যমের দুয়ারে কাঁটা দিয়ে যার আয়ুর কামনা করছ” তাকেই দিতে হবে । সে যে তোমার protection এর শপথ নিয়েছিল, সেটা ‘নৈব নৈব চ’. ।protection এর অর্থ এখানে শুধু বোনের যৌন অধিকারের উপর দখলদারি। মানে তা‌‌‌কে রক্ষা করার দায়িত্ব আছে, কিনতু তা শুধু এমন যে, বোনের কোন মতামত নেই, তার ভালোর জন্য তার সব মত আমি নেই, তাই বাবার সম্পত্তি দেবো কি দেবো না, সেটাও ‘আমি’ দাদা-ই ঠিক করবো। আচ্ছা বোনেরা কখনো ভাই কে ঠকিয়ে তার সম্পত্তি হরপ করেছে ? নাকি ভাইরা এটা করে থাকে !! তাহলে লোভী কে ? অনেক বোনেরা আবার বলে বাবা’র সম্পত্তি নেবো, তাহলে আমার স্বামীর সন্মান কি হবে? মানে ধরেই নেওয়া হচ্ছে নারীর সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই । হয় বর ঠিক করবে না হয় ভাই, বাবা বা ছেলে ঠিক করবে। নিজের চাওয়া পাওয়া নেই, অধিকার বাছার যোগ্যতা নেই, সবটাই পুরুষের হাতে । অনেক নারী কেই গর্ব করে বলতে শুনি, আমি বাবার সম্পত্তি নিই নি, আমার অনেক আছে । আমি বলি সেটা তার সিদ্ধান্ত, সেটা কে generalise করে statement দিয়ে, নারী হয়ে র নারীদের অবস্থান কঠিন করে দেবেন না। আপনার সিদ্ধান্তকে কুর্নিশ করি, কিন্তু সবাই পুরুষতান্ত্রিক খাঁচায় বন্দি হতে নাই বা চাইতে পারে। আপনার কাছে বাবার চাই তে বরের property বেশী সন্মানের। অনেকেই বিয়ের পর বোঝা বেধে নিয়ে যায়, একটু সন্মান বারবে এই আশায়। কেন মেয়ে
দের নিজেদের কথা না ভেবে সবসময় অন্যের কথা ভাবতে হবে। নিজেদের দেশের সংবিধানকে মান্যতা দিন, পণ দেবেন না, প্রপারটী নিন। ওখানে equal property rightsর (Hindu) কথা এমনি আসেনি । তারা হয়তো জানেন না এর পিছনে অনেক কারণ আছে। একটা Law এমনি এমনি আসে না, সেটা করার জন্য কোন কোন বিষয়ের ওপর নজর দেওয়া হয় ।

এটা গেল বোনেদের কথা । এবার আসি মাদের কথায় মা সারাজীবন দিয়ে যে তার সংসার আগলে রাখে, কিন্তু স্বামী চলে গেলে, বাড়িটা ভাগ হবার আগে ছেলের হয়ে যায় । যদি জানতে চান – মা কোথায় ? উত্তর আসবে মা আমার কাছে থাকে, এটা তখনই মেনে নেওয়া যায় যদি ছেলে কর্মক্ষেত্রে বা কোনোভাবে নিজে বাবার তৈরি করা বাড়ি ছাড়াও নিজে বাড়ি করেছে,আর সেখানে তার মা আছে।
কিন্তু বাবার বানানো বাড়িতে মা আছে সেটা মা তার কাছে আছে সেটা কিভাবে হয় ? রইলো পরে দেখাশোনা, সেটা তো উভয় দিক থেকেই হয়। কিন্তু এই মা-রা যখন নিজের ইচ্ছাতে তার সম্পত্তি ভাগ করতে চায়, তখন তাকে গাল মন্দ শুনতে হয়। emotional অত্যাচার হয় । মা ভাবে সুখের চেয়ে স্বস্তি ভালো।
এদিকে ভয় পাই মেয়েদের ঠকিয়ে পরোপাড়ে কি বলবো ?কি মানসিক অশান্তি বলুন তো ? এটা কি মারধরের চেয়ে কম ?
আবার কিছু ভাই বা বাবা আছেন তারা আবার নিজেদের property থেকে মেয়ে, বোন কে দূরে রাখে । জামাই এলে ভালো মন্দ খাওয়ায়, ঘুরতে যায় । মানে ফুলটু মস্তি,এর সাথে advise দেয়, কোন কোন কারণের জন্য জামাই এর বোনেরা তাদের বাবার property পাওয়ার অযোগ্য, মগজ ধোলাই টা এমন পর্যায়ে হয় যে, জামাইয়ের হাতে তার বোনদের একটা দুটো মারধোর আর অগুনতি গালিগালাজ হতে পারে । criminal জামাইয়ে আপত্তি নেই, কিন্তু আমরা আমাদের মেয়েকে property থেকে ঠকিয়েছি তাই তোমার বোনদের ঠকিয়ে আমার মেয়েকে secure কর ।

এবার আসি বৌ’দের কথায় । তাদের তো শশুর বাড়ির property তে অধিকার ই নেই, যদি দান না পায় বা husband পরলোকগত না হয় । এতো সব দেখে সব নারী কে বলছি চিন্তা করুন ….বোন বা মেয়ে property চাইলে খারাপ বোন বা খারাপ মেয়ে হয়ে যায় কেন।
কেন একজন মেয়ের বাপের বাড়ী থেকে পাওয়া property থেকে তার নাম পাল্টে তার বরের নাম বসে ?
কেন মেয়ে বিয়ের আগে দেখবে না তার হবু বরের অংশে কতটা আছে !!
কেন মা তার নিজের Property নিজের ইচ্ছায় ভাগ করতে পারবে না ?
কেন মেয়ের বিয়ের হিসেব করা হয় ? ছেলের ওই বাড়িতেই থেকে যাবার cost calculate হয় না ?
সব শেষে বলি,পনের বিয়ে তে আপত্তি তুলুন কিন্তু
property টাও equal নিন তাতে যে যাই বলুক।
সব পরিবর্তনেই struggle থাকে।

Exit mobile version