Site icon আলাপী মন

কবিতা- অজানা মায়া

অজানা মায়া
– মঙ্গল মন্ডল

 

 

আমারও মৃত্যু হবে; কাঁদবে কেউ,
কেউ হাসবে,কেউ ফেলবে চোখের জল,
কেউ মনে মনে তৃপ্তি পাবে ,আবার
সময় অতীত হলে আমি যে ছিলাম
একদিন সেটাও হয়তো মুছে যাবে।
পরে রবে শুধু নিরব প্রকৃতি ;
সে জানতো আমি ছিলাম
কিন্তু সে তো বোবা,বলতে পারে না;
সময় জানে সব ,কথাও বলে, তবুও
সময় চুপ করে থাকবে ,
কারণ সময় চলে গেলে
পিছনে আর ফেরে না,
আর মনেও রাখবে না।
আমি তখন অজানা অতীত হব কেবল।

ব্যঙ্গ করে ভবিষ্যত বলে উঠবে হয়তো ,-
‘ওহে শুনছ পথের
পথিক, তোমার থাকাটাই মৃত্যু।
মুছে গিয়ে অন্যের ভালো করে গেছো।’
তাই,
মনে হয়, আজ আছি কাল নাই,
তবু কল্পনা করি অনেক জগতের ।
একফোঁটা মায়া নিয়ে দৌড়ে বেড়ায়,
মোহ মায়া কামনা বাসনায় জর্জরিত
এ দেহ যেন আত্মাকে গলা টিপে ধরে।।
ঈশ্বর যদি আনন্দ স্বরূপ হয় ,
তবে কেন দুঃখটা বড়ো হয়ে
দেওয়াল হয়ে যায় ? আর ওই
আনন্দস্বরূপ ঈশ্বর থেকে বঞ্চিত করে দেয়?

Exit mobile version