Site icon আলাপী মন

কবিতা- বসন্তের কোকিল

বসন্তের কোকিল
– পলি ঘোষ

 

 

আজ ও একি রকম ভাবে ভালবেসো আমায়,
ঠিক যেমন করে পূর্ণিমা রাতে চাঁদের আলোয় আলোকিত হয় এই শহরতলি।

ফিরবো আবার
হারানো সেই কৃষ্ণ চূড়ার তলে।
শূন্য হাত রবে নীরবে হৃদয়ে মম চিত্তে।
নতুন বসন্তের কুহু কুহু ডাকে।
সে ক্লান্তি ভুলে পথে একলা পথিক হয়ে ছড়িয়ে দেয় রঙ বেরঙের রঙিন এক বসন্ত।
সাক্ষী থাকে চলার পথে অলি গলিতে ঝরা পাতা।

ডাক শুনে তাই পাঠিয়ে দেয় রঙিন ডানা মেলে।

দেখো রে এসেছে মোর জীবনের ভাবনার সাগরে ভেসে।

মনের ক্যানভাসে আঁকা ছবি
ভরিয়ে তুলি অপরূপ তরঙ্গের অস্তিত্ব রক্ষার তাগিদে।
অভিমানী বিকেল এর মতো আবীর রঙে রাঙিয়ে যাই আপন অনুভবে পলাশ শিমুল বনে বনে।

Exit mobile version