কবিতা- যা কিছু থাকল ঢেকে

যা কিছু থাকল ঢেকে
– অতীশ দীপঙ্কর

 

 

নেশাগ্রস্থ মানুষের মত আমার ক্ষয় হয় সময়
সময় তো থমকে থাকেনা
ক্ষণে ক্ষণে পাল্টায় চলে যায় সরে যায়
আমার মগজ নিয়ে শরীর ছিড়ে
রঙ্গ তামাশার সাথে মন নিয়ে,
আমার ও জানা আছে সময়ের হিসেব
কচু পাতায় জলের মত টলমল অথচ চুপচাপ,
একদিন মেঘ ছাড়া বৃষ্টি ছাড়া গড়িয়ে পড়বেই জীবন
কোন দাগ চিহ্ন রবে না যত্নের নধর শরীরে,
বাঁকা চাঁদ জলের ঢেউ কে জাগায় না
ভেসে ভেসে থাকে ক্ষণিকের জল ছবি হয়ে।
ভালবাসার চিহ্ন যদি থাকে সময় রেখায়
তবে সমস্ত চিহ্ন আছে তোমার কাছে আমার থাকার।
যা কিছু রয়ে যাচ্ছে সময়ের স্রোতে
জানি জন্ম ফেরে না বারে বারে।
যেটুকু আমার আছে তোমায় ঢেকে
আত্মা আবিনশ্বর নয় তবুও
আমার চিহ্ন তোমার সাথেই থাকবে।

Loading

Leave A Comment