কবিতা

কবিতা- টেডি ডে শুধু ভালোবাসার

টেডি ডে শুধু ভালোবাসার
-বিকাশ দাস

 

 

টেডি বিয়ার নিছক খেলনা খেলার আদানপ্রদান নয়।
নরম তুলতুলে পশম কাপড়-চোপড়ের পরিধান নয়।
হাই হ্যালো বলা-কওয়া টুকুর মধ্যবর্তী সম্ভাষণ নয়।
টেডি বিয়ার আবেগের ইতিহাসে ভালোবাসার শ্বাস প্রশ্বাস
প্রিয় জন মানুষের গুণ-দোষের সাথে ভালোথাকার বিশ্বাস।

যখন প্রেয়সীর
বিরহ-বিচ্ছেদ ব্যথা বেদনার বাদল
কাঁদে…
মান অভিমান দুঃখ-কষ্টের আদল
বাঁধে…
দাম্পত্য যাপনের অনীহার আমল
সাধে…
টেডি বিয়ার সঙ্গের সঙ্গতের আমোদ আহ্লাদে
এক নিমিষে উধাও।তার অবিরাম জাদুর মোহে
স্পর্শের স্নেহ আদরে সহজে সবকিছু যায় সহে।

টেডি ডেতে, টেডি বিয়ার
সবার মনে প্রাণে অন্তরের অন্তর্যামী। ভগবানের চেয়ে অনেক দামি
পোশাক আশাক যদিও লাল নীল সবুজ বেগুনি কমলা হলুদ বাদামি।

টেডি বিয়ার শুধু তোমাকে ছুঁয়ে
পেয়েছে জীবন মন খারাপের দিনে
মধুর থেকে মধুর ঠোঁটের হাসি চিনে
মনের মানুষ যাওয়ার ‘দূরত্ব’ বুকে করে ভুলে থাকে
শিশুসুলভ নিষ্পাপ স্বভাব বয়সের সব সংখ্যার বাঁকে।
বুঝতে পারে ভালোবাসার স্পর্শের গোপন অনুভূতি
চোখে মুখে আনন্দবিলাস সম্পর্ক মাখার প্রতিশ্রুতি।

তোমাকে নিয়ে
সব দিন আমার টেডি ডে, আশঙ্কার আকাশে সূর্যোদয়
ঘুমের দোদুলে জেগে থাকার কোলে স্বাচ্ছন্দ্য অভয়।

Loading

Leave A Comment

You cannot copy content of this page