কবিতা- বসন্ত হারানো রাত

বসন্ত হারানো রাত
– অমিতাভ সরকার

 

 

বৃষ্টির কান্না শুনতে শুনতে ফাগুন
রাতের চোখে জল এসে গেছিল।
ঘুমোতে পারেনি রাত।
তারারা আকাশে ছিল না।
ফালি চাঁদের দেখা মেলেনি।
ঝিঁঝিঁ পোকার কান্না শোনা যায়নি।
নিশুত রাতের পাখিরা নিশ্চুপ।
রজনীগন্ধার গন্ধ হারিয়ে গেছিল।
টুপটুপ শব্দে পলাশ, শিমুল ঝরে পড়ছিল।
ভোরের কোকিল কুহু কুহু ডাকেনি।
ভরা বসন্তের আঁচ ছিল না কোথাও।
দীপান্বিতা তুমিও ফিরিয়ে রাখলে মুখ
এই রঙীন বসন্তে।

Loading

2 thoughts on “কবিতা- বসন্ত হারানো রাত

Leave A Comment