Site icon আলাপী মন

কবিতা- স্মৃতি

স্মৃতি
– মীরা ভট্টাচার্য

 

 

হৃদয়ে প্রেমের জোয়ার আসে এখনও, পথিক
পুরোনো স্মৃতি মনে করে পেতে চাও সুখ
বার্ধক্য বিস্মরণ ঘটায়নি এখনও..
স্মৃতি তো বেদনার, আবার সতত সুখের অনুভূতি হানা দেয় অন্তরে,
যৌবনের দিনগুলি আসে ঘুরে ফিরে।
স্মরণে ঠোঁটের কোনে আসে হাসি।
হৃদয়ের আনন্দ দু’কূল ভাসায়
বয়ে আনে অনির্বচনীয় অনুভূতি।
তার প্রকাশ যে অসম্ভব,
আরও কঠিন সে কথাগুলি বলা।
অতীত উঁকি দেয় প্রায়শই
স্মৃতি ভারে ভারাক্রান্ত মন
তবু ভাবনা আনে সুখ-আনন্দ।
কৈশোর যৌবনের দিনগুলি যেন চলমান ছবি।
হাসি কান্নায় ভরা প্রতি মুহূর্ত
অহরহ পিছু টানে তোমাকে।
আমৃত্যু জাগিয়ে রাখে সুখ স্মৃতিগুলি।
দুঃখ তো জীবনেরই অঙ্গ,
ভুলতে চাইলেই কি ভোলা যায়!
সব সময়ে তো পৃথ্বীরাজ হওয়া যায় না।
জীবনে ছাড়তে হয় অনেক কিছু,
পাওয়া অতীত‌ আর বর্তমানের পাওয়া
দুই মিলিয়েই তো বেঁচে থাকা..
এই তো জীবন।

Exit mobile version