খোলা খাতা
– পারমিতা ভট্টাচার্য
ভাবলে কী করে সবকিছু এতো সহজেই হয়?
এতো দিনের লালিত কত কথা
হাতে হাত রাখা,দুঃখ,ব্যথা
এতো সহজেই কি হয় নিরাশ্রয়?
খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভাবি
এতো বছরের খোলা খাতা
তার ছত্রে ছত্রে লেখা আনন্দ মুখরতা
কী করে হয়ে যায় ছায়াছবি?
এতই কি সহজ বদলে দেওয়া জীবনের মানে?
চেনা গন্ধে ডুবে স্নান
চেনা চেনা অভিমান
টেনে খোলো আজ একটানে।
কী ভাবো? মাটিতে মিশে যাবে সব?
আমি কি কেবলই এক পাথর?
আমারও তো প্রার্থনা আছে অকাতর!!
আমারও মনে,ফাগুনের বনে পাখি করে কলরব।
তুমি চেয়েছিলে তাই হৃদয়ে
বেজেছিল সুর রিনরিন
এখন বুঝি, সেসবই আজ সঙ্গতবিহীন
মিশে যেতে চাই তাই অজানা পথে,আগামী সূর্যোদয়ে।
সুন্দর অনুভূতিময়।