বসন্ত-বৃষ্টি
-সুমিত মোদক
এ বসন্তে তুমি বৃষ্টি নামাবে বলে ছিলে;
বৃষ্টি …
ঝম-ঝম-ঝম-ঝম- বৃষ্টি …
সে বৃষ্টির অপেক্ষায় জাগছি সারা রাত;
এই বুঝি তুমি এলে;
এই বুঝি নামলো বৃষ্টি;
এখন তো ফাগুন পলাশ নিয়ে রাত জাগছি;
রাত জাগছি আম্র মুকুলের ঘ্রাণ
সাঁওতালী গানে;
যে মহুল আমাকে বাউল সাজিয়েছে;
যে মাদল আমাকে সহজিয়া করেছে;
যে জীবন আমাকে বাঁচতে শিখিয়েছে
সেখানে যে, শেষ বেলার ঘুম দিতে পারি;
সাজিয়ে রাখতে পারি নিজের চিতাকাঠ;
এ বসন্তে তুমি বলেছিলে
মুঠো মুঠো আগুন-পলাশ দেবে চিতার উপরে;
তার পর বৃষ্টি;
ঝম-ঝম-ঝম-ঝম- বৃষ্টি
বসন্ত-বৃষ্টি;
যদি সম্ভব হয় খবর দিও আদিবাসী রমনীদের;
ওরা এসে নেচে যাবে ধামসা-মাদলের
তালে তালে
এই মাঝ রাতে;
আমার চিতার আগুনের চারপাশে
ভালোবেসে;
আমি যে ফাগুন আগুন মেখে বসে আছি
তোমার জন্য,
তোমাদের জন্য, হাজার হাজার বছর ধরে;
এক পশলা বসন্ত-বৃষ্টির অপেক্ষায়।