মূর্তি
– দেসা মিশ্র
দেখি আমায় হন্যে হয়ে খোঁজ,
ভিড়ের মাঝে আগলে ধর হাত
কথার মালায় গল্প হোক গাঁথা –
ঘুম না আসা টুকরো কাঁচের রাত।
প্রথম থেকে আবার ভুল ভাঙা
জাগিয়ে দে আমায় নতুন করে,
ঘুমিয়ে আছি প্রথম বসন্ত থেকে
হৃদয়ে এবার আবীর রঙ মাখা।
তোর পরশে জন্ম নেবো আবার,
নীল তারারা হাসবে মিটিমিটি,,
ঢেউ চিবুকে ঝিনুক আঁচর দিয়ে,
লিখব আবার হারিয়ে যাওয়া চিঠি।
খুঁজে নিস অনেক রঙের ভেতর ,
আজও সেই নিখুঁত কালো আছি,,
বেজান সব মূর্তি গুলোর মাঝে, –
আমি ও এক মূর্তি হয়েই বাঁচি।