কবিতা- বন্ধু তুমি

বন্ধু তুমি
– শিলাবৃষ্টি

 

 

বন্ধু মানে মনের কথা,
বন্ধু খোলা আকাশ ;
বন্ধু হ’ল হঠাৎ আসা –
এক দখিনা বাতাস।

বন্ধু মানে পাশে থাকা
বন্ধু তুমি সুখ ,
মনের মাঝে ভেসে থাকা-
একটা হাসি মুখ ।

বন্ধু তুমি পাগল হাওয়া,
এক পশলা বাদল ;
খোয়াই এর পথে পথে
আদিবাসীর মাদল।

মোহনাতে ,নদীর ধারে
তুমি গাছের ছায়া…
বন্ধু তুমি বিষাদ বুকে
ভিজিয়ে রাখা মায়া ।

বন্ধু তুমি উদাস বাউল
মেঠো বাঁশির সুর,
কাছে দূরে বন্ধু তুমি-
তুমিই মধুপুর।

বন্ধু তুমি ফাগুন হাওয়া –
পূর্ণিমার এই রাত ,
জীবন পথে চলার মাঝে
অঙ্গীকারের হাত।।

Loading

Leave A Comment