
কবিতা- শেষ চিঠি
শেষ চিঠি
– উজ্জ্বল দাস
পোস্টম্যানটার শেষ চিঠিটা যত্নেই ছিলো রাখা
শেষের সেদিন বড়ই মধুর ভাবতে ছিলাম এক।।
বোঝার আগেই কখন যেন তোমায় ভালবেসে
আজও যখন ভাবি, উঠি মনের কোণে হেসে।।
সেদিন হাতের লেখায় আলাপ, নীল কালিতেই প্রেম
তখনও কিন্তু হয়নি শুরু হোয়াটস অপের গেম।।
হাতেই লেখা দিস্তা কাগজ পাতার পরে পাতা
প্রেম প্রণয়ে উঠতো ভরে স্কুলের ফেয়ার খাতা।।
ছিলাম তোমার কাছে আমি পাড়া গ্রামের ছেলে
শহুরে তুমি, চলন বলন, তবু, আমার কাছেই এলে?
শেষ চিঠিতেই হঠাৎ জোরে দমকা হাওয়া নিয়ে
চার বছরের প্রেমের ইতি টানলে দাঁড়ি দিয়ে।।
কি জানি কি মধুর নেশায় ছিলাম তোমায় মেখে
“শুভ সকাল” আজকে হলে জানতাম ঘুম চোখে।।
ভাগ্যি সেদিন ছিলোনা এসব পেনের কালি বিনে
নইলে তুমি ঘুম চোখেতেই হৃদয়ে দিতে ভেঙে।।
পোস্টম্যানের সেই খোলা চিঠি আজও পড়ি দুখে
হোয়াটস অপে আজ ঘোচে প্রেম হয়তো বাসি মুখে
এমন অনেক নাজির এখন গিনিস বুকে খ্যাত
পিওন কাকু আজ রিটায়ার, চিঠিরা মর্মাহত।।


3 Comments
Anonymous
বারবার আলাপীমনের সঙ্গে যুক্ত হবার জন্য গর্ব বোধ করি।
Anonymous
খুব সুন্দর
Anonymous
অনেক ধন্যবাদ আপনাকে