কবিতা

কবিতা- “আমার সুপার মম”

“আমার সুপার মম”
– সোমা কর্মকার

তুমিই আমার স্নেহময়ী, এক এবং অদ্বিতীয় জননী।
সেরার সেরা মা যে তুমি, নানা গুনের অধিকারী।
আমার কাছে তুমি নয়কো, কোনো সাধারন নারী।
আমার জীবনে তুমিই যে, অন্যতম মহীয়সী নারী।
আজ চলো তোমাকে নিয়েই একটা কবিতা লিখি।
তুমিই যে আমার প্রথম এবং শ্রেষ্ঠ শিক্ষা দাত্রী।
তুমিই আমার জীবনের, সবচেয়ে কাছের সঙ্গী।
চলার পথে তুমিই যে, আমার প্রেরণা প্রদানকারী।
তোমাতেই শেখা সহ্যশক্তি, তোমাতেই সহানুভূতি।
আমার কাছে তুমিই লক্ষী, তুমিই যে সরস্বতী।
তুমিই সৃষ্টি, তুমিই আবার অশুভ শক্তি বিনাশীনী।
দুহাতেই যে দশ হাতের কাজ, একাই করো তুমি।
তোমাকে দেখেই পাই আমি, অনেক মনের শক্তি।
মাঝে মধ্যে হয়তো বা ভুল করি, রাগও অনেক করি,
তবুও মাগো তোমাকে যে আমি অনেক ভালোবাসি।
জন্মেছি আমি যেমন মাগো, তোমারই ওই কোলে,
শত জন্মেও পাই যেন ঠাঁই, শুধু তোমারই কোলে।
তোমার মতো এহেন মায়ের আশীর্বাদ পেয়ে।
জীবন হয়েছে ধন্য আমার, আঁধার গেছে ঘুঁচে।
তোমার দেওয়া আদর্শেই যেন সারাজীবন কাটে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page