কবিতা- আলোর খোঁজ

আলোর খোঁজ
– মঙ্গল মণ্ডল 

 

 

রাতগুলো গভীর ঘুমে আচ্ছন্ন, জোনাকি
আর ঘোরে না , তাই রাস্তাগুলো কালোতে
ভরে আছে; চোখেতেও কেমন অন্ধকার
হয়ে গেছে, তাই দিনের আলোয় কত কি
ঘটছে তবু পুতুল হয়ে আছি, যেন অন্ধ হয়ে
গেছি; কেবল চিৎকার শুনতে পায়, কখনো
কান্না ভেসে আসে কখনো বা ঠোঁট কাঁপা
ফোঁপানো শব্দ ; চোখ থাকতেও অন্ধ
শুনেছি , আজ তার উপলব্ধি করতে হয়,
গায়ে অজস্র শক্তি আসে, মনে প্রবল
ধ্বংসের কামনা জাগে ; অন্ধ আমি,
বধির হতে হয়, তাই আজ বোবা । কেন
আমায় করেছো জড় ?,কেনই বা দিলে না
বলতে আর ভাঙতে ওই সমাজের কীট গুলোকে;
তবে যেদিন চোখে আলো ফুটবে সেদিন
আর কান্না নয় , কোনো সমাজ কলুষিত
হবে না।ওগো রবির দল আমায় একটু
আলো দাও , আর সহে না অন্ধকারের
জ্বালা , আর সহে না অজানা পথিকের
নিরব চিৎকার । আমরা বাঁচতে চায় সবাই মিলে।

কেবল কয়েকটা আলো নেভানো মানুষ গুলোকে আলোর জ্ঞান দিতে হবে,
তবেই হবে আনন্দ উল্লাস মেলা পার্বন
মিলনের সে এক নতুন পৃথিবী।

Loading

Leave A Comment