Site icon আলাপী মন

কবিতা- ঋণনাত্বক

ঋণনাত্বক
-অযান্ত্রিক

 


যদি বলি ,ভালোবাসি তোমায় ,বিশ্বাস করবেনা,
যদি নির্মেশ দৃষ্টি জালে জড়িয়ে রাখি কিছুক্ষন,
যদি মুখের দিকে তাকিয়ে তৃপ্তিতে নিজেই হাসি,
জানি ,কোনোটাই বিশ্বাস করবেনা বরং
বুকের উপর টেনে নেবে না সরে যাওয়া আঁচল,
ফিরিয়ে নেবে মুখ চরম বিরক্তিতে,
চলে যেতে চাইবে চোখের আড়ালে,
যেমন ,কস্তুরী হরিণ পালায় নিজের থেকে,
ঝোঁপ ঝাড়, পেরিয়ে কাঁটাতার পেরিয়ে,
ঢেকে রাখতে চাইবে চেয়ে থাকা চোখের থেকে,
আসলে, জন্ম চরাচর থেকে মানুষ ভালবাসতে শিখেছে,
তৃপ্তির জন্য নিজের পাওয়া গুলোকে লোভ নাম দিয়েছে,
অথচ, আজও খালি চোখে দুটোর মধ্যে ফারাক,শিখলোনা।

Exit mobile version