Site icon আলাপী মন

কবিতা- বসন্ত বিলাস

বসন্ত বিলাস
– অতীশ দীপঙ্কর

 

 

হে বসন্ত !অভিভূত করেছ হৃদয় আমার
সজনে ডালেডালে সাদাসাদা মন তোমার।
কোন যাদুবলে চালাও শঙ্কিত আমার অন্তর!
পলাশের ওড়না ছেয়ে অবশ করেছ বারবার।

আমার চোখে বিভ্রান্তি আ’ন কেন ছলে?
গোলাপী ঠোঁটে উলঙ্গ মাদারে দিলে সৌর্য্যচুম্বন এঁকে।
সুন্দর দিনের আলো হয় অত্যুজ্জ্বল তোমার রঙে
আকন্দ ঘেঁটু গুল্মের সাথে তোমার প্রেম সকলেই জানে।

তবুও আমায় প্রত্যাখ্যানে থাকল তোমার দৃঢ়তা,
আম্র মূকুলে পরাগ ঢেলে মৌমাছিরে দিলে বারতা,
তোমার অন্তর তবুও আমার শিমুলের তুলো
যতই রাঙা হয়ে শিমুলের রমনসুখ শরীর জ্বরো।

এত রূপ এত রস এত সৌরভ ঢলঢল মৌবন,
হিমেল বাতাসে আস্কারার ঢেউ নিটোল দিঘির যৌবন!
তব প্রেমে নিশিক্ত শিশিরের মতো রাত-ভোর,
বৃষ্টির মতো পেতে চাই বলে তোমাতে এত অন্তর!!!

Exit mobile version