Site icon আলাপী মন

কবিতা- ফাগুন হাওয়ায় ভেসে

ফাগুন হাওয়ায় ভেসে
– পলি ঘোষ

ফাগুন হাওয়ায় হাওয়ায়
রঙ চিনেছে মনের পাতায়।
গাছে গাছে হলুদ পলাশ
শিমুল বনে খেলবো হোলি
সখি আয়রে সখি আয়।
বসন্ত আজ এসেছে মোর দ্বারে।
চূড়ায় চূড়ায় মনের মাঝে
কৃষ্ণ নাম লিখছি হৃদয় জুড়ে।
বাতাসে চাঁপা ফুলের মিষ্টি সুবাস ভাসে।
কনক চাঁপা দীপ্তি ঝরায় যৌবনে চলার পথে।
তোমার গৌরবে
নয়নে নয়ন মেলে দেখি
আকাশ থমকে গেছে
মৌচাক দের ভিরে।
কোকিল কালো মেঘের পালক ঝরে,
বকুলের মালা গেঁথে ,
ডালে ডালে আঁখি জ্বলে করছে খেলা তাই

Exit mobile version