Site icon আলাপী মন

কবিতা- আত্মকথা

আত্মকথা
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আমি এক নারী ‘
সদা কর্মরত নিজের পরিবারে, –
বিরাম বিশ্রাম নেই,
নেই অধিকার সুখ চাহিবারে,
এ সংসারে বহুরূপে আমার ভূমিকা__
কন্যা, মাতা, ভগ্নী স্ত্রী, – সেবিকা ।
তবু আমার নেই কোন নিজস্ব ঠিকানা,
আমার ঠাঁই – – পিতা, স্বামী, পুত্রের আস্তানা ।
আমার আছে দুচোখ ভরা স্বপ্ন,
কোন মূহূর্ত তো আমার হোক ,
___থাকি আমাতে মগ্ন ।
না সময় নেই, নিজেকে নিয়ে ভাবনার,
অপর কে ভালো রাখায় যে – আরও বেশি দরকার ।
অষ্টপ্রহর আমার কাজ, –নেই পরিত্রাণ,
অবসরের নেই বয়স আমার, – – নেই কাজের মূল্যায়ন ।
আমি নারী, তাই হতে হবে আমায় সর্বংসহা,
আমাকে অবলা আখ্যা দিয়ে,__তোমরা মানব – মহা??
আমার ও কথা আছে, অনেক কিছু দিতে পারি আমি,
জ্ঞান গরিমা, শক্তি সাহস, কিসে কম আমি??
অপলা, গার্গী, মৈত্রেয়ী, ছিলেন বিদুষী যত,__
ঝাঁসীররানী লক্ষীবাঈ, রিজিয়া সুলতানারমত ।
অবলা নয় আমি, নয় অসহায়,__
নারী আমি, সৃজন করি সর্বদায় ।
আমার স্নেহ কে দূর্বলতা ভেবে কোরনা ভুল,
দুর্বৃত্ত কে করি না ক্ষমা, – মা হয়েও কুপুত্রের বুকে___ দিতে পারি ত্রিশূল!!
স্নেহ, ভালোবাসা, ক্ষমা, সৃজনশীলতা_
এই নিয়েই নারীর কোমলতা ।
রবে চিরকাল__, নইলে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে,
সমাজ উঠবে না গড়ে, থাকবে না ভালোবাসা_____মানবে, মানবে,
নারী আমি, জন্ম দিই, এ সমাজের
উত্তর পুরুষেরে,
ধৈর্য্য আছে, শক্তি আছে, এ সবের
দায় সহিবারে ।
আমি আছি মনে নিয়ে অফুরান স্নেহ- মায়া,
গর্বিত আমি, – নারী রূপে জন্ম লভিয়া ।

Exit mobile version