Site icon আলাপী মন

কবিতা- বনসাই

বনসাই
-সুজিত চট্টোপাধ্যায়

 

 

ঘড়ির কাঁটা আটকে আছে
সময় এক ঠাঁই,
নাকি আমিই আটকে আছি
টবের বনসাই।

রিক্সাওয়ালার খৈনী ঘসা
নেশার মৌতাত,
তালপুকুরে খুঁজছি ঝিনুক
অকাল বৌভাত।

মাঝ দুপুরে ছাউনি ছেড়ে
তপ্ত মরু ধাওয়া,
সব হারিয়ে বৃষ্টি আশায়
উদাস চোখে চাওয়া।

ঠানদিদি টা কবেই যেন
বলেছিলেন গল্পে,
হীরে মানিক ফাঁদ পেতেছে
খুসি থাকিস অল্পে।

সময় এখন গুটিগুটি
অনেক খানি দূর,
আমার ঘড়ি আটকে আছে
কে জানে কি কসুর।

এ পাড়ে তেই নোঙ্গর ফেলো
ও পাড়ের আশা নাই,
ছোট্ট টবে অশ্রু চোখে
আমার বনসাই।

Exit mobile version