শেষ সময়
– শুক্লা রায় চৌধুরী
নিঙরে নেওয়া আলোর মাঝে
জগৎ-জোড়া কালোর বাস,
দেখবো নাআর সিগ্ধ সকাল-
থাকবে শুধুই ক্ষণিক শ্বাস।
মায়ার বাঁধন ছিঁড়ছে না তাই
উথাল পাথাল মনের ঢেউ;
চলছি আমি ঘুমের দেশে-
একলা পথে নেইতো কেউ।
স্তব্ধতা আজ বিপুল হয়ে-
ঘিরছে আমার চারিপাশ,
হিসেব সকল মিটল এমন-
গোলক ধাঁধাঁয় অস্তরাগ।
ঝাপসা হওয়া মুখগুলো আজ-
ছোঁয়ার সীমার বাইরে যেই;
দলা পাকানো কান্না জমে-
হারবো জেনেও যুদ্ধ সেই।
খালি হাতেই ফিরতে হবে-
সময় কাঁটা দিচ্ছে পাক;
বাঁধা আছে কঠিন নিয়ম,
আসবে না আর নতুন বাঁক।
bes bhalo….
ধন্যবাদ
Asadharon lekhoni
ধন্যবাদ