বেনামী প্রেম
– মঙ্গল মন্ডল
তুমি যেদিন চোখে স্বপ্ন হবে
সেদিন ঘুমন্ত ঠোঁটে হাসি রবে,
স্বপ্ন ভেঙে আসবে চোখের বাইরে
নয়ন ভরে দেখব তোমায় হৃদয় দ্বারে।
প্রেম হলে মিষ্টি ব্যথা লাগে ,
পাওয়া না পাওয়ার আশায় না থেকে
কেবল মনে মিষ্টি ব্যথা জাগে।
চোখের সামনে উপস্থিতির কামনা সাজে,
আর একটু কথা বলার বাসনা জাগে,
ভাবতে তারে বেশ ভালো লাগে ।
যত কঠিন কাজ
সহজ হয় স্বতঃস্ফূর্তভাবে,
প্রেমে মিষ্টি ব্যথা বসে যায় অনুরাগে।
এক তরফা প্রেমটা
জানে কত তৃপ্তি মনে,
কত খুশি ওই তার ছবি
চোখে ভাসলে গানে।
না তার আমাকে ছেড়ে দেওয়ার ভয়,
না মনোমালিন্যে প্রেম ভাঙার সংশয়।
কেবল তারে ভেবে
প্রেম সাগরে ভেসে বেড়ায় ,
জগতের এমন খুশি সদা
না রয়, তাও খুঁজি তার হৃদয়।
মিষ্টি প্রেমটাও মিষ্টি
ব্যথা দেবে প্রতি ক্ষণে
সবাই জানবে , রাগাবে
তবুও সে না জানে ।