কবিতা- বেমানান বসন্ত

বেমানান বসন্ত
-অযান্ত্রিক

 


এই যে ছড়ালে আবীর বসন্তের দোহাই,
ধকে দিয়ে কত কান্না ভেজা মুখ।
সেটা কি শুধু সময় রাঙানোর চেষ্টাই,
নাকি বোঝালে যুগের অসুখ।

কত রং দিতে পারবে তোমরা বলো,
কি আবিরে ঢেকে দেবে মরে যাওয়া মানুষ,
এবার বসন্তে সবাই নাহয় চলো,
পালন করি ভাইয়ের মৃত্যুর অশৌচ।

লাল আবিরে মিশেছে মানুষের মৃত বিশ্বাস,
গোলাপিতে ভাইয়ের জন্য ভয়।
সবুজে খেলে বেড়াচ্ছে রাজনৈতিক উচ্ছাস,
এই দ্বেষ তো আমার দেশ নয়।

কোন রঙে হারানোর দুঃখে ফোঁটাবে হাসি,
কি করে ভোলাবে ওদেরকে বাস্তব।
যে দেখেছে সামনে কালো হিংসা সর্বনাশী,
তাকে কি মানায় ,বসন্ত উৎসব।

Loading

Leave A Comment