Site icon আলাপী মন

কবিতা- ভেসে উঠছে জীবন বোধ

ভেসে উঠছে জীবন বোধ
– অতীশ দীপঙ্কর

 

 

হেঁটে হেঁটে যেতে চাই পাহাড় চুড়ায়
বিষাক্ত বাতাস বুকে পথ ভাঙছি
চোখে মেখেছি গাছ থেকে ছেঁড়া আলো।
জীবনের চাপা পড়া আর্তনাদে শুকনো পাতা ঝড়ছে
আদিম অভিশাপ এখনো পিঠে চাপানো,
গ্রন্থির গিঁটে গিঁটে জ্বলন্ত ফোস্কা
ক্ষণজন্মার ক্লান্তি নিয়ে বেঁচে আছে।
ধমনীর স্রোতে ভেসে ভেসে আসছে জীবন বোধ
কখনও বা রঙ করছি আস্ত স্বপ্নটাকে
স্তব্ধ নিঃশ্বাসে মেঘের বুকে।
যা কিছু প্রমিত বদলাতে হবে দৃঢ় প্রত্যয়ে
যদিও নামে নি এখনো একটুও জল শোকে
তবু চারিদিকে ধ্বংস স্তুপ নিয়ে যেতে ভুলে যাই।
এত চাঁদের হাসির নির্লজ্জ চোখে প্রহেলিকায় ঝরা বৃষ্টি
মাটি লেপা দেবতার গায়ে থাকবে আজীবন।

Exit mobile version