কবিতা- আশ্বাস

আশ্বাস
– পায়েল সাহু

 

 

আকাশগঙ্গার পথটি ধরে হাঁটবো তোর হাত জড়িয়ে
লক্ষ কোটি তারারা এসে চুম দিয়ে যাবে আগ বাড়িয়ে।
ধূমকেতুরা থাকবে ঝাঁকে তোর মধুর হাসির প্রহরায়
আল্হাদি যত তারারা আছে পড়বে ঝরে আমার মাথায়,
মুগ্ধ হবি নিষ্পলকে আমার আগুন রূপের ছটায়,
সূর্য চন্দ্র মুখ লুকোবে আমার উজল রূপের আভায়।
শুকতারাটি হয়ে আমি জ্বলবো ভোর রাতের শোভায়
সাঁঝের বেলা সন্ধ্যাতারায় খুঁজে পাবি ঠিক আমায়।
ধ্রুবতারা আমিই রে তোর ঠিক চিনেছিস তুই আমারে
নিকষ কালো ভয়ের রাতে থাকবো আমি তোর শিয়রে,
লক্ষ কোটি মানিক জ্বেলে রাখবো ঠিক তোর দুয়ারে,
পূর্ণিমা রাত মুখ লুকোবে উজ্জ্বলতার এই বহরে
অমাবস্যাও পড়বে ঢাকা আমার রূপের নরম আদরে
সারাজীবন আগলে তোকে থাকবো তোর আকাশ হয়ে।

Loading

Leave A Comment