বসন্তের আলিঙ্গন
– পলি ঘোষ
ফাগুন হাওয়ায় ভেসে চলি আপন অনুভবে।
আবেগী মন পাখি আজ ক্লান্ত হয়ে বেঁচে থাকা।
বসন্তের কুহু কুহু ডাকে পেখম তুলে রঙ বেরঙের রঙিন স্বপ্ন এঁকেছি।
পাতা ঝরে যাওয়া এই দিনের উত্তাল ঢেউ খেলে যায় তোমার ছোঁয়ার আলিঙ্গনে।
দীর্ঘ প্রতীক্ষায় মন হারায় ক্ষণে ক্ষণে। এলোমেলো খোলা চুলে উজ্জ্বল রঙীন স্বপ্ন নিয়ে।
রাঙালো ক্যানভাসে আঁকা ছবি ভরিয়ে তুলি শিমুল পলাশে।
ডাক পিয়নের কুহু সুরে সুর মেলাতে উদাসী হলাম নিজেই আমি।
বিরহী এ মন মানে না কোন অভিমান।
বসন্ত বাতাসের মতো আবীর রঙে রাঙিয়ে যায় দুরন্ত খোলা আকাশের বুকে মাথা নেড়ে বাতায়ন।