চলো ভুলে যাই সবকিছু
– তমালী বন্দ্যোপাধ্যায়
চলো ভুলে যাই সবকিছু।
বেকারত্বের জ্বালা, বঞ্চনা-শোষণের মুখ,
লাঞ্ছিতের কান্না,মৃত মানুষের লাশ,
মায়ের পাষাণ বুক, নারীর চোখের জল।
শিশুদের ক্রন্দন।
এসো সব ভুলে যাই।
প্রয়োজন নেই মনের মধ্যে কোন প্রশ্ন তোলার।
তার থেকে এসো বুক ভরে বিষ নিঃশ্বাসে
ভরে নিই নিজের নিজেকে।
মনুষ্যত্ব ভুলে হিংসার চোখে দেখি সবকিছু।
আগুন পুড়িয়ে দিক চোখের সাহারা।
বিষের দহনে জ্বলুক আত্মার প্রাণ।
যদি পারো মোমবাতি জ্বেলে দিও,
প্রেমের সমাধি পরে।
বাহঃ
ভালোবাসা নিও💞
নতুন ভাবনায় সুন্দর লেখনী। বেশ লাগলো। সুপ্রভাত।
অনেক ভালোলাগা 😊