কুঁড়ি
– বিভূতি ভূষন বিশ্বাস
ছোট্ট আমি ফুলের কুঁড়ি,
পথের ধারে আছি।
পথিক তুমি মিষ্টি ভারী,
তোমার সাথে আড়ি।
আসল কারন,শোনো বারণ,
তুলো না’কো আমায়।
ফুটবো আমি ভোরবেলাতে,
আছি সেই আশায়।
ইচ্ছে আমার আছে ওগো,
যাবো দেবালয়।
পূর্ন হবে সাধ আমার,
তোমার অছিলায়।
সঙ্গ যদি দাও আমায়,
থাকবো আমি নুয়ে।
ধন্য হবে ছোট্ট জীবন,
প্রভুর চরণ ছু্ঁয়ে।