কবিতা- বিবর্ণ আজ বসন্ত রঙ

বিবর্ণ আজ বসন্ত রঙ
– শিলাবৃষ্টি

 

 

এই বসন্তে তুই কেমন আছিস
বড় জানতে ইচ্ছে করে …
এই বসন্তে তোর উঠোনের কৃষ্ণচূড়া
খুব দেখতে ইচ্ছে করে।
এই বসন্তে তোর আকাশের রঙ
স্বপ্নিল চোখে ভাসে,
এই বসন্তে তোর শপথের বাণী
অনুভবে মনে আসে।

তোর আসা- যাওয়ার পথের বাঁকে
সেইযে গাছ পলাশ…
আগুণ রঙের ফুলের শোভা …
নেই তার কোনো বাস ।
তবু রূপের টানে পাগল পথিক
বার বার ফিরে চায় …
বসন্ত দিনের বসন্ত বাতাস
ফুলপানে শুধু ধায়।

মনে পড়ে তোর বন্ধু সুজন-
সেই সে বসন্ত- কথা!
আমার ফাগুন ভরাবি বলে
ভোলাতে আমার ব্যথা…
দুটো হাত ভরে রক্ত পলাশ
বয়ে আনতিস ঘরে,
দুঃখরাতের আঁধার ঘুচতো
সে পলাশ হাতে ধরে।

বিবর্ণ হয়েছে বসন্ত রঙ
এলোমেলো হাওয়া পালে।
ফুলেল আবির আগুণ আভা
ছুঁয়ে যাক প্রিয় গালে।
সেই স্মৃতির পলাশ উড়িয়ে দিলাম
খোলা আকাশের গায়…
এই বসন্ত তোর কাটছে কেমন
জানতে যে মন চায় …
আমার জানতে যে মন চায়।

Loading

Leave A Comment