ভালোবাসার ছন্দ
-অর্পিতা ঘোষ
নালিশ জমা বালিশের ভাঁজে খুশির ছোঁয়া লাগে,
গুটিগুটি পায়ে প্রেম নামে মনবাড়ির অন্দরে;
আসমানী রং কাব্য লেখে ভালোবাসার অনুরাগে,
আবেগী শিশিরবিন্দুরা জলছবি আঁকে মনের গভীরে।
মনের আঙিনায় ফাগুন আসে কৃষ্ণচুড়ার ডাকে,
চতুর্দিক রাঙে আগুন রঙা পলাশের রক্তিম ছটায়;
মাদলের তালে তালে নেচে ওঠে হৃদয়ের কোণ,
পুরোনো কবিতারা আজ ভরা থাক স্মৃতি সুধায়।
শেষ হয়েছে একাকী কাটানো অপেক্ষার প্রহর,
চেনা স্পর্শগুলো পেয়েছে আদুরে অনুভূতির গন্ধ;
মন ভালো করা কয়েকটা সকাল চুমু এঁকেছে দ্বারে,
নিঃসঙ্গ মনটা পেয়েছে ভালোবাসার ছন্দ।
ধন্যবাদ আলাপী মন