কবিতা

কবিতা- অমানুষ ও রাজাধিরাজ

অমানুষ ও রাজাধিরাজ
– অনির্বাণ মন্ডল

 

 

আমার শরীরে কোনো রং ছিল না;
রং থাকার কথাও ছিল না।
রাজাধিরাজ, আপনিই রং মাখিয়েছেন
বারবার নিজের পছন্দ মতো;
আর আমি আনন্দে নেচে উঠেছি
নিজেকে রঙীন দেখে।
আপনি শুধু মুচকি হেসেছেন।

আমার তো কোনো ছায়া ছিল না;
ছায়ার প্রয়োজন ও ছিল না।
রাজাধিরাজ, আপনিই আলো অন্ধকারের খেলায় জন্ম দিয়েছেন ছায়া
বারবার নিজের আপন খেয়ালে;
আর আমি খুশিতে লাফিয়ে উঠেছি
নিজের থেকে বড় নিজের ছায়ামূর্তি দেখে।
আপনি শুধু দূর থেকে হাত নেড়েছেন।

আমার তো কোনো ঘুম ছিল না;
ঘুম আসার মতো দুর্বলতা ও ছিল না।
রাজাধিরাজ, আপনিই তো ঘুম পাড়িয়েছেন
বারবার মিষ্টি মিষ্টি কথা বলে।
আর আমি পরম তৃপ্তিতে চোখ বুজিয়ে থেকেছি
ঘুমের মধ্যে সুখের স্বপ্ন দেখে।
আপনি শুধু হাততালি দিয়েছেন।

রাজাধিরাজ, সম্বল বলতে
আমার কেবল মেরুদন্ডটাই ছিল।
সেটাকে এখন আর খুঁজে পাচ্ছিনা।
কিভাবে হারালো তা জানিনা;
আমি শুধু জানি
হাজার হাজার বছর ধরে
আপনি রাজাধিরাজ;
আর আমি সামান্য মানুষ;
অথবা আপনার চোখে অমানুষ!

Loading

One Comment

Leave A Comment

You cannot copy content of this page