Site icon আলাপী মন

কবিতা- বিশ্বাসঘাতক

বিশ্বাসঘাতক
– মৈত্রেয়ী ঘোষ

 

 

দিন যত এগোয়
তোমার প্রতি আস্থা ততোই বাড়ে
একসাথে পথ চলি
মিটার স্কেলে কখনো মেপে
দেখিনি দূরত্ব, কেমন যেন বশ
হয়ে গিয়েছিলাম তোমার,
সেই বশ্যতা আসলে বিশ্বাসেরই
আর এক নাম,
তারপর কিভাবে যেন হাত ছেড়ে গিয়েছিল
অনেক দিন খবরই পাইনি
কিছুদিন কেঁদেছি, খোঁজ করেছি
একসময় সামলে নিয়েছি নিজেকে।
সেদিন শুনলাম, চলার পথ বদলে নিয়েছো
তুমি, অন্য সাথী অন্য কোনো গলি,
আজ একাই আপন গৃহকোণে বসে
জানি অন্ততঃ তোমার মতো বিশ্বাসঘাতকতা
করবেনা এই পর্ণকুটিরটি।

Exit mobile version