কবিতা- প্রতিবাদ তবুও

প্রতিবাদ তবুও
– অলোক শীল

 

 

প্রতিবাদ তবুও
কেন আঘাত হানো নির-অপরাধীকে
মানুষ রুপী তোমরা হিংস্র জন্তুর অধিক,
প্রতিবাত তবুও_

প্রতিবাদ তবুও;
মায়ের জাত, কেন হানো আঘাত
তোদের’ও জন্ম ঐ-একই ঔরস-জাত,
প্রতিবাদ তবুও_

প্রতিবাদ তবুও;
শুনিস’নি একবারও আর্তনাদ হাহাকার চিৎকার
তোরা পাবিনা পারাপার ঈশ্বর এক নিরাকার,
প্রতিবাদ তবুও_

প্রতিবাদ তবুও;
আবার’ও আবারও,না বলা আছে কতো মুখ
আমারও প্রতিবাদী কন্ঠ কলমেই গর্জে উঠুক,
প্রতিবাদ তবুও_

প্রতিবাদ তবুও;
কেন করেছিস মায়ের মুখের হাসি
চাই এবার জন-সম্মুখে ফাঁসি,
প্রতিবাদ তবুও_

Loading

Leave A Comment