Site icon আলাপী মন

কবিতা- মধুমাসে বসে আছি আমি নিরালায়

মধুমাসে বসে আছি আমি নিরালায়
– সত্যদেব পতি

 

 

সব জানি এটা বলতেই ভালো’ শুনতে একটু ছেঁকা লাগে,
সবকিছুই যদি জানা হয়ে যায় বুঝে যাবো সব আগেভাগে…
কোনটা আসল বাসন্তী রং কিইবা তার যাদু?
শিমুলের রং বেশি গাঢ়’ নাকি শুধু পলাশের রঙে কাবু!
কৃষ্ণ চুড়া লাল রং নিয়ে পাগড়ি সাজিয়ে রাখে,
কুড়চি বকুল ধবধবে সাদা, মুখ উচিয়ে দেখে-
শালবনে ঝরে লাল শাল্মলী পাপড়ি ঝরানো বেলা;
মহুয়া মাতাল গন্ধ ছড়ায় চৈতি ভোরের মেলা,
শত মধুকর করে মধু আহরণ পলাশ শিমুল শাখে…
গোবর পোকারা ছোটো খালেবিলে মুখ উঁচিয়ে দেখে!
এইতো জীবন এই বসন্ত এটাই তো মধুমাস-
ফোটে কতো ফুল অজানা নামের তারা করে ভালোবাসা চাষ।

Exit mobile version