রক্তে শক্তি আছে
– মঙ্গল মন্ডল
রক্তে শক্তি আছে ওই তো
তোমার শিরায় শিরায়, তবে
ভাঙছ কেন ভয় দেখে?
পায়ে মাটি আঁকড়ে ধরে হাঁটতে
পারো,তবে দৌড়াতে পারো না কেন
ভরসা যদি থাকে তোমার সাথে;
ঘুমানোর তীব্র নেশা তোমায় অলস
করেছে, বন্দী করেছে ভঙ্গুরতায়,
এই বেলায় জেগে ওঠো প্রভাত বন্দনায়;
যুদ্ধ শুনেছো, তবে দেখেছো কি? চোখ
কান পেতে থাকো যুদ্ধ তুমিই ডেকেছো,
আসবেই হবেই কুরুক্ষেত্রের মতো লড়াই।
জিতবে তুমি নিশ্চিত, তোমার কাছে আছে
দিব্য অস্ত্র, ঘুম ভেঙে জেগে ওঠাই এখন
দরকার,অস্ত্রে অর্জুন আর বুদ্ধিতে কৃষ্ণ হবে;
রক্তে শক্তি আছে খুঁজে নিও এই সকালে,
বেলা বয়ে তো যাবে, অলস ঘুম হারবে , দৃঢ়
বিশ্বাস তুমি সব নিধন করবে তুমি জয়ী রবে।